Bangladesh Swimming Federation Swimming Rules for Learning and Practice
Time Schedule
Weekend: Sunday and Monday
|
|||||||||||||||||||||||||||
Bangla Version |
|||||||||||||||||||||||||||
বাংলাদেশ সুইমিং ফেডারেশন |
|||||||||||||||||||||||||||
আইভি রহমান সুইমিং পুল, পুরানা পল্টন, ঢাকা |
|||||||||||||||||||||||||||
সাঁতার শেখার ও অনুশীলনের নিয়মাবলী ঃ | |||||||||||||||||||||||||||
১। ১ মাসের কোর্স; ২। ১ম মাসের ভর্তি ফি ২,৫০০/- টাকা; ৩। পরবর্তী মাস থেকে নবায়ন ফি ২,০০০/- টাকা; ৪। সপ্তাহে ৫ দিন ক্লাস; ৫। দৈনিক ১ ঘন্টা করে সাঁতার কাটা যাবে; ৬। মাসের যে কোন দিন ভর্তি হওয়া যাবে; ৭। মেয়াদকাল: ভর্তির তারিখ থেকে ১ মাস (৩০ দিন); ৮। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ; ৯। দৈনিক ১ জন ১ ঘন্টা ২০০/- টাকা (শুধুমাত্র যাঁরা সাঁতার জানে); ১০। সুইমিং পোষাক বাধ্যতামূলক (নিজে ক্রয় করতে হবে); ১১। নির্ধারিত সময় অনুযায়ী অবশ্যই নামতে হবে এবং উঠতে হবে; ১২। কোচের আদেশ ও উপদেশ মেনে চলতে হবে; ১৩। মানি ব্যাগ, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র কাউন্টারে জমা রাখতে হবে ; ১৪। শিক্ষার্থীর বয়স সর্বনি¤œ ৭ বছর। ১৫। বিনা অনুমতিতে সুইমিং পুলে নামা নিষেধ ১৬। বিদ্যুৎ চমকালে ও বজ্রপাতের সময় পানি থেকে উঠে যেতে হবে। |
|||||||||||||||||||||||||||
সময়সূচী: |
|||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
সাপ্তাহিক বন্ধ: মঙ্গলবার ও বুধবার, |
|||||||||||||||||||||||||||
|
Copyright © 2015 - All Rights Reserved - www.bdswimming.org
Web Developed by Bangla Soft IT (+88 01815 26 96 59)